ABP Ananda LIVE: রামায়ণ বহুকাল ধরেই বাংলায় জনপ্রিয়। কিন্তু রামচন্দ্রের পুজো উত্তর ভারতে যতটা হয়ে থাকে, এখানে তা হয় না। রামচন্দ্রের পুজো একটা কৃষ্টি সংস্কৃতির অংশ। রাজনৈতিক প্রচার করে বাঙালি সংস্কৃতিতে তার আত্মীকরণ সম্ভব নয়, বললেন পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।